ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ৪ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই
কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকা মূল্যের সম্পদ পুড়ে গেছে। সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল জানান, উক্ত গ্রামের ইয়াছিন আলীর গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। ভোররাতে লোকজন ঘুমিয়ে থাকায় কেউ কিছু বুঝে ওঠার আগেই গোয়াল ঘরে থাকা ২টি গরু, ৩টি ছাগল ও প্রায় অর্ধশত হাঁস-মুরগী জীবন্ত দগ্ধ হয়।
এছাড়াও ৪টি টিনের ঘর, ৩টি সাইকেল, নগত ৫০ হাজার টাকা, ৩০ মন ধানসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। পরে স্থানীরা আগুন নেভাতে সক্ষম হন।
মন্তব্য চালু নেই