গোসলের সময় যে ১০ চিন্তা করে মেয়েরা !

কথায় বলে, মানুষ সবচেয়ে বেশি চিন্তা করে যখন বাথরুম কিংবা ওয়াশরুমে যায়। কিন্তু মহিলারা স্নানের সময় এমন অনেক কিছুই চিন্তা করে যার কোনও ভিত্তি নেই। জানতে চান কী সেগুলি? তাহলে অবশ্যই এই তালিকাটি একবার দেখে নিন।
১. আজ কি চুল ধোয়ার প্রয়োজন আছে? থাক দরকার নেই। আরও দুদিন না করলেও চলবে।

২. আমি যদি একটু অনুশীলন করতাম তাহলে অনেক বড় শিল্পী হতাম! আসলে আমি অনেক ভালো গান গাই।

৩. জল অনেক গরম। গিজারটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আমি তো ঠান্ডা জল দিয়ে চান করতে পারি না।

৪. মাত্র দুই মিনিট আছে। এখন কি চুলে কন্ডিশনার লাগানো ঠিক হবে? এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছে।

৫. ইদানীং চুল ধোঁয়ার সঙ্গে সঙ্গেই অনেক চুল পড়ে যাচ্ছে। কালই পার্লারে যেতে হবে।

৬. আমার ওয়েক্সিং করানো খুবই জরুরি। কিন্তু করাটা ঠিক হবে কি না বুঝছি না!

৭. আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। আমার ব্যায়াম করা প্রয়োজন।

৮. নতুন এই বডিওয়াশটার অনেক সুন্দর গন্ধ। এখন থেকে এটাই কিনব।

৯. আজকে তোয়ালে ভেজা না তো? আমি ভেজা তোয়ালে দিয়ে শরীর মোছা একেবারেই পছন্দ করি না।

১০. পুরো বাথরুম ভিজে আছে। ভেজা বাথরুমে চান করতে আমার অস্বস্তি লাগে। খবর-কলকাতা২৪



মন্তব্য চালু নেই