ফের আলোচনায় পুলকিত-ইয়ামি!

‘সানাম রে’ ছবিতে অভিনয়ের সময় থেকে ইয়ামি গৌতম আর পুলকিত সম্রাটের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। যদিও দুজনের একজনও নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি। কিন্তু ছবির ইউনিট থেকে খবর পাওয়া যায়, তারা নাকি চুটিয়ে প্রেম করছিলেন।
আর এবার গোয়াতে একসঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন পুলকিত ও ইয়ামি। পুলকিত বলছেন, সেখানে কিছু কাজে গিয়েছিলেন তিনি। আর তার সঙ্গে গিয়েছিলেন ইয়ামিও। ‘সানাম রে’ ছবির পরিচালক দিব্যা ঘোসলাও জানিয়েছিলেন, তিনি ইয়ামি-পুলকিতের প্রেমকে পাবলিসিটি স্ট্যান্ট হিসেবে ব্যবহার করেননি।
উল্টো তাঁদের সম্পর্কের হালকা আভাসও দিয়েছিলেন। ইয়ামির কারণে নাকি পুলকিত আর শ্বেতার দাম্পত্য সমস্যার সূত্রপাত বলেও শোনা যায়। ছবিটি মুক্তি পাওয়ার পর পুলকিত আর ইয়ামির সম্পর্কের কথা চাপা পড়ে গিয়েছিল।
কিন্তু গোয়া ভ্রমণের পর আবার খবরের শিরোনামে তারা। শোনা গেছে, গোয়ায় নাকি নিজের কাজটা গুছিয়ে ইয়ামির সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন অভিনেতা পুলকিত।
মন্তব্য চালু নেই