কুড়িগ্রামে বিশিষ্ট সাংবাদিক তোফায়েল হোসেনের ১০ মৃত্যু বার্ষিকী পালিত
কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রথিতযশা সাংবাদিক তোফায়েল হোসেনের ১০ মৃত্যু বাষির্কী পালিত হয়েছে।
শনিবার সন্ধায় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক তোফায়েল হোসেন স্মরনে শোকসভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, এডভোকেট এনামুল হক চাদ, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসী, সাংবাদিক ইউনুছ আলী, অলক সরকার ও মরহুমের জৈষ্ঠ্য পুত্র ফজলে ইলাহী স্বপন প্রমুখ। শোকসভায় স্মৃতিচারন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মরহুম তোফায়েল হোসেন জীবদ্দশায় দৈনিক ইত্তেফাকের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক চাওয়া-পাওয়া পত্রিকার সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
মন্তব্য চালু নেই