‘পাকিস্তানেও এতো ভালবাসা পাইনি’

অনেক জল্পনা-কল্পনার পর পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারতে পৌঁছেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাকিস্তানের ভারতে খেলা নিয়ে যেখানে উদ্বেগের শেষ নেই, সেখানে পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি জানালেন ভিন্ন কথা।

গতকাল রাতে পাকিস্তানী খেলোয়াড়দের জাঁকজমক অভ্যর্থনার সাথে বরণ করার পর আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক আফ্রিদি ও অল-রাউন্ডার সোয়েব মালিক। খবর, ইন্ডিয়া টিভি

আফ্রিদি বলেন, ‘আমি ভারতে খেলতে যতটা উপভোগ করি তা বিশ্বের অন্য কোথাও উপভোগ করিনি। আমি আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পড়েছি, কিন্তু আমি বলতে পারি যে, আমি ভারতে যত ভালবাসা পেয়েছি তা সারাজীবন মনে রাখার মত। আমরা এতো ভালবাসা পাকিস্তানেও পাইনি।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের মত এখানেও ক্রিকেটপ্রেমী মানুষের সংখ্যা কম নয়। আমার ক্যারিয়ারে ভারতে খেলতে বেশ উপভোগ করেছি।’

মালিক ভারতে এসে তার অনুভূতির কথাও ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রথমে আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এখানের নিরাপত্তা অনেক ভাল। আমার বউ ভারতের নাগরিক এবং আমি প্রায়ই ভারতে আসি। আমি কখনও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পরিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা একই ভাষায় কথা বলি এবং একই ধরণের খাবার খাই। আমি সত্যি ভারত ও পাকিস্তানের মানুষের মাঝে কোন তফাৎ দেখতে পাইনা। আমি ভারতে এসে খুবই খুশি। আমি সবসময় ভারতের মানুষ ও সাংবাদিকদের কাছ থেকে ভালবাসা পেয়েছি।’



মন্তব্য চালু নেই