জেল থেকে বের হয়েই শ্রদ্ধার প্রেমে সঞ্জয়!

জেল থেকে মুক্তি পেয়েছেন মাস খানেকও হয়নি। এরইমধ্যে নতুন একটি ছবিতে অভিনয়ের অফার পেয়েছেন সঞ্জয় দত্ত। তার বিপরীতে রয়েছে শ্রদ্ধা কাপুর। হাঁটুর বয়সি এই নায়িকার সঙ্গে প্রেমের অভিনয় করবেন সঞ্জয়। ৫৬ বছরের নায়কের সঙ্গে ২৭ বছরের নায়িকার রসায়ন কেমন হবে ভাবুন তো!

পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই ছবিতেই প্রথম চুক্তি করেন সঞ্জয় দত্ত। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে মধ্যবয়সি এক পুরুষের সঙ্গে এক যুবতীর ভালবাসার গল্প নিয়ে। আদতে এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। ছ’টি দেশে শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটির জন্য শ্রদ্ধার পাশাপাশি বলিউডের অন্য দুই অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আলিয়া ভট্টের কথা ভাবা হয়েছিল। কিন্তু কিছুতেই ডেট পাওয়া যাচ্ছিল না তাদের। তাই চূড়ান্ত করা হল ‘আশিকি টু’ তারকা শ্রদ্ধাকেই। শক্তি কপূরের সঙ্গে নিজের প্রথম ছবি সুনীল দত্ত পরিচালিত ‘রকি’(১৯৮১)-তে অভিনয় করেছিলেন সঞ্জয়। আর এবার মেয়ের সঙ্গে। এখন দেখার এই রসায়ন কতটা জমাট হয়।



মন্তব্য চালু নেই