কমলগঞ্জে সীমান্তিক নতুন দিন প্রকল্পের উদ্যোগে মা সমাবেশ
আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সীমান্তিক নতুন দিন প্রকল্প ও স্থানীয় জনপ্রতিনিধির যৌথ উদ্যোগে মা সমাবেশ গত বুধবার (৯ই মার্চ) সকাল ১১.০০ ঘটিকার সময় বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সীমান্তিক নতুন দিন প্রকল্পের উপজেলা ম্যানেজার সুপ্রিয় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোঃ ইয়াহইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, সহকারী উপজেলা প: প: কর্মকর্তা মোঃ আব্দাল মিয়া চৌধুরী, ইউনিয়ন প: প: পরিদর্শক মোঃ সালাউদ্দিন, সীমান্তিক নতুন দিন প্রকল্প, মৌলভীবাজার এর ডিটিএল মোঃ তরিকুল আলম, বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শহীদ, বাঘমারা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: মোক্তার আলী, স্বাস্থ্য সহকারী রাধাগোবিন্দ পাল।
মন্তব্য চালু নেই