কেঁদেই চলেছে ধর্মশালার আকাশ
ধর্মশালায় শুরু হয়েছে বৃষ্টির উপদ্রব। নির্ধারিত সময়ে শুরু হয়নি নেদারল্যান্ডস-ওমানের ম্যাচটি। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামার পর টস করতে মাঠে নেমেছিলেন দুই দলের অধিনায়ক। টস হেরে ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। কিন্তু টসের পর আবার শুরু হয়েছে বৃষ্টি। খেলাটা শেষপর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ওমান-নেদারল্যান্ডসের ম্যাচের পরই ধর্মশালায় মাঠে নামার কথা বাংলাদেশের। রাত ৮টা থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ-আয়ারল্যান্ডের লড়াই। সন্ধ্যার পর আরো বৃষ্টির আশঙ্কা থাকায় এই ম্যাচকে ঘিরেও আছে অনিশ্চয়তা।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে ওমান-নেদারল্যান্ডস ম্যাচটির জন্য। ৬টা ২০ মিনিটের মধ্যে মাঠ প্রস্তুত হলে ওভার কমিয়ে অনুষ্ঠিত হবে ওমান-নেদারল্যান্ডসের ম্যাচ। আর তা না হলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে এই দুই দলকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে মূল পর্বের পথে এগিয়ে গেছে বাংলাদেশ ও ওমান। হারের মুখ দেখতে হয়েছে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে।
মন্তব্য চালু নেই