বিকিনি কিনতে গিয়ে তোলপাড় নেহা ধুপিয়ার!
‘হট অ্যান্ড সেক্সি’ নেহা ধুপিয়া এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি ‘সান্তা বান্তা প্রাইভেট লিমিটেড’-এর শ্যুটিংয়ে গিয়েছেন ফিজি দ্বীপপুঞ্জে। আর সেখানেই নয়া কাণ্ড বাঁধিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
ফিল্ম ইউনিট সূত্রে খবর, শ্যুটিংয়ে একটি দৃশ্যে নেহাকে বিকিনি পরে শট দিতে হতো। তবে তা তৈরি ছিল না। এদিকে নেহা তারকা বলে কথা। যে সে বিকিনি তিনি পড়বেন না।
অগত্যা নিজের স্টাইলিস্টকে সঙ্গে নিয়ে ‘পারফেক্ট বিকিনি’-র খোঁজ নিজেই শুরু করলেন নেহা। আর তা করতে গিয়ে, নেহা একেবারে ফিজি দ্বীপ তোলপাড় করে ফেলেছেন বলে খবর।
ফিজি দ্বীপে দোকান ও শপিং মল ঘুরে নিজের জন্য আদর্শ বিকিনি কিনে ফেলেছেন নেহা। যে বিকিনি তিনি কিনেছেন, তা তাঁর এতটাই পছন্দ হয়েছে যে সেটিকে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি।
মন্তব্য চালু নেই