রাণীনগরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : মঙ্গলবার নওগাঁর রাণীনগরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে “অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি যথযথা ভাবে পালন করা হয়।
এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব এর সভাপতিত্বে পরিষদ হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভানেত্রী ছনিয়া ইসলাম, শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোফাখ্খার হোসেন খান পথিক, মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই