চিরিরবন্দরে বেলে মাছিকে ধ্বংস করতে স্প্রে

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামে মঙ্গলবার কালাজ্বরের জীবানু বহনকারী বেলে মাছিকে ধ্বংস করতে স্প্রে করা হয়। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধানে কালাজ্বর বহন কারী বেলে মাছিকে ধ্বংস করতে ইনবোর রেসিডুয়াল স্প্রে (আইআরএস) করা হয়। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার স্বাস্থ্য তত্বাবধায়ক মো: গিয়াসউদ্দিন, দিনাজপুর সিভিল সার্জন অফিসের কীটতত্ববিদ মোজাফফর হেসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের স্বাস্থ্য পরিদর্শক মো: মোস্তাফ্ াআলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্তিত ছিলেন।



মন্তব্য চালু নেই