পর্দা উঠল বিশ্বকাপের, টসে হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে

পর্দা উঠল টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরের। ভারতের নাগপুরে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে হংকং। ম্যাচটিতে টসে হেরে ব্যাট করছে আফ্রিকান দল জিম্বাবুয়ে।

মঙ্গলবার বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ব্যাট করতে নেমে তাণ্ডব দেখায় টেস্টে খেলুড়ে জিম্বাবুয়ে। এদিকে উইকেট শিকার করতেও ভুল করেনি এশিয়ার দল হংকং।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে ৬৯ রান করেছে জিম্বাবুয়ে। ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ২০ রান করে বিদায় নিয়েছেন। তবে ভুসি সিবান্দা ৩২ রান নিয়ে অপরাজিত আছেন। হংকং এখন পর্যন্ত চারটি উইকেট শিকার করতে সক্ষম হয়েছে।

টি-২০ বিশ্বকাপ দুটি পর্বে অনুষ্ঠিত হবে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আট দল বাদে অন্য দলগুলো প্রথম রাউন্ডে মুখোমুখি হচ্ছে। শীর্ষ আট দলের সঙ্গে প্রথম রাউন্ড পার হয়ে যাওয়া দুটি দল খেলবে সুপার-১০ পর্ব।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের মিশন শুরু হবে ৯ মার্চ। হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন মাঠে প্রথম ম্যাচে নেদারল্যান্ডেসের মুখোমুখি হবে টাইগাররা।

মঙ্গলবার ৮ মার্চ বাংলাদেশ দল অনুশীলন করেছে। এর আগে এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করে দ্বিতীয়বারের মতো রানার্স- আপ হওয়ার গৌরব অর্জন করেছে।



মন্তব্য চালু নেই