ক্ষমা চেয়েছেন বিরাট কোহলি !
আজ বিশ্ব নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে বিরাট কোহলি তার ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি ক্ষমা চাইছেন।
তিনি তার সেই পোস্টে লিখেছেন, ‘প্রিয় মেয়েরা, ঝাঁকুনির জন্য, বাঁশি বাজানোর জন্য, মিস কলের জন্য, বারবার জ্বালানোর জন্য, বখাটেদের জন্য, গ্লাস সিলিং প্রস্তুতকারকের জন্য দুঃখিত। দোয়া করে এসকল লোকের জন্য বাকি সকলকে ভুল বুঝবেন না। শুভ নারী দিবস।’
বিরাট কোহলি বর্তমান সময়ে ভারতের একজন শক্তিশালী ব্যাটিং স্তম্ভ। ফেসবুকে তার অনুসারীর অভাব নেই। এই বছরের শুরু থেকে বিভিন্ন কারণে তিনি খবরের শিরোনাম হয়েছেন। প্রথমে তার ব্যক্তিগত জীবনে বলিউড তারকা আনুশকা শর্মার সাথে ব্রেক-আপ। তারপর এশিয়া কাপে তার সেরা পারফরমেন্স সবকিছু মিলিয়ে এখন অবধি তিনি অনেক ভাল স্থানে রয়েছে। বর্তমানে তার প্রেম কাহিনী আবার শুরু হবার গুঞ্জনও শুরু হয়েছে।
মন্তব্য চালু নেই