সুন্দরী মডেল যখন দাঁড়িওয়ালী !
একমুখ ভরাট দাঁড়ি। ঠোঁটে লিপস্টিক। চোখে ঘন কাজল। না! এ কোনও ছদ্মবেশ নয়। বাস্তবে এই বেশেই র্যাম্পে হাঁটলেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় তরুণী হরনম কৌর। তিনিই বিশ্বের প্রথম দাঁড়িওয়ালা মডেল হিসেবে র্যাম্পে হাটলেন। মিডিয়াতে তিনি ‘দাঁড়িওয়ালা সুন্দরী’ হিসেবে পরিচিতি পেয়েছেন। দাঁড়িসমেত কোনও মহিলা মডেলিং করছেন, এটা এত দিন কল্পনারও বাইরে ছিল।
কেন এমন হল? ছোটবেলা থেকেই হরনম মডেলিং করতে চেয়েছিলেন। কিন্তু ১১ বছর বয়স থেকে শরীরে বাড়তে থাকে লোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে তার। সঙ্গে রয়েছে হরমোনের জটিল সমস্যা। ১৬ বছর বয়স পর্যন্ত তিনি সপ্তাহে তিন বার করে ওয়াক্স করাতেন। কিন্তু অতিষ্ঠ হয়ে সেসব বাদ দিয়েছেন। সাফ বলে দিয়েছেন, মুখের দাঁড়ি তিনি আর লুকাবেন না। এই বেশেই তিনি মডেলিং করে বিশ্ব মাতাবেন। তার এই সাহস প্রসংশা পেয়েছে অসংখ্য মানুষের কাছে।
মন্তব্য চালু নেই