জেনে নিন বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কখন

এশিয়া কাপে দারুণ খেলা বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে সোমবার বিকেলে ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে সুপার টেনে খেলতে হলে বাংলাদেশকে পেরোতে হবে প্রথম পর্বের বাধা।

প্রথম পর্বে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে সুপার টেনের টিকিটের জন্য লড়বে। প্রত্যেক গ্রুপ থেকে একটি করে দল খেলবে সুপার টেনে।

প্রথম পর্বে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। আর ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, আফগানিস্তান, স্কটল্যান্ড ও হংকং। মঙ্গলবার নাগপুরে জিম্বাবুয়ে-হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রথম পর্বের খেলা।

প্রথম পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। প্রথম পর্ব পেরিয়ে সুপার টেনে উঠলে গ্রুপ ২-এ খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান।

 প্রথমপর্বে বাংলাদেশের খেলার সময়সূচী :

ম্যাচ                               তারিখ    সময় (বাংলাদেশ সময়)     ভেন্যু

বাংলাদেশ-নেদারল্যান্ডস      ৯ মার্চ       বিকেল সাড়ে ৩টা        ধর্মশালা

বাংলাদেশ-আয়ারল্যান্ড       ১১ মার্চ         রাত ৮টা                ধর্মশালা

বাংলাদেশ-ওমান              ১৩ মার্চ          রাত ৮টা               ধর্মশালা



মন্তব্য চালু নেই