এবার ১৪৪ বছর পর মিললো নতুন প্রজাতির বিষহীন সাপ !

এবার ১৪৪ বছর পর মিললো নতুন প্রজাতির বিষহীন সাপ। সম্প্রতি ভারতের সাপ বিশেষজ্ঞরা গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় বিষহীন তিন প্রজাতির সাপের বসবাস। এবার প্রায় ১৪৪ বছর পরে একই স্থানে মিললো সাপদের আরও একটি নতুন প্রজাতি। লেজের দিকে চ্যাপ্টা এই সাপগুলিকে বলা হচ্ছে ‘ব্ল্যাক শিল্ডটেল’। এ সাপ ১০ থেকে ২০ ইঞ্চি লম্বা হয়, ক্ষেত্র বিশেষে এরা ৩৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।

Black-shealdtel-Snake-220160305142237

প্রায় ১৫ বছর টানা গবেষণার পর লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম-এর বিশেষজ্ঞ ডেভিড গাওয়ার এবং তাঁর সহকারীরা নতুন প্রজাতির এই সাপের সন্ধান পেয়েছেন। আর এ ব্যাপারে তাকে মুম্বাইয়ের ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এবং পুণের ইন্ডিয়ান হার্পেটোলজিকাল সোসাইটির সদস্যরা সাহায্য করেছেন।

Black-shealdtel-Snake-320160305142242

প্রায় চার দশক ধরে সাপ-সংরক্ষণের জন্য বিখ্যাত ভারতের নীলিমকুমার খাইরে। এবার তাঁর নামে আবিষ্কৃত এই নতুন প্রজাতির সাপের নাম রাখা হয়েছে ‘খাইরে ব্ল্যাক শিল্ডটেল’।



মন্তব্য চালু নেই