ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেলক্রসিংয়ে সোমবার সকাল ৬টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-১৭৮৩) সঙ্গে সংঘর্ষে ট্রাকচালকসহ দুজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে ময়মনসিংহ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকটি না সরানো পর্যন্ত ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ রয়েছে। ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক ও ট্রাকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
মন্তব্য চালু নেই