স্টেডিয়ামে জয়ের প্রত্যাশায় তারকারা

বৃষ্টি হয়েছে তাতে কি! জয়-পরাজয় না দেখে মাঠ ছাড়ছেন না বিনোদন জগতের তারকারা। যদিও প্রতীক্ষা সেই কাঙ্ক্ষিত জয়েরই। রোববার প্রবল ঝড়-বৃষ্টির পরে মাঠ যখন খেলার জন্য প্রস্তুত হচ্ছিল সেই মুহূর্তেও মাঠে দেখা যায় উচ্ছ্বসিত তারকাদের হাঁট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়েছেন শোবিজের অনেক তারকা। তাদেরই মধ্যে কয়েকজন বন্দি হয়েছেন ক্যামেরায়।

মৌসুমী-ওমর সানি দম্পতি
এদিন সপরিবারে দেখা যায় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানিকে।
Mousumi20160306145731

মিশা সওদাগর-সাইমন
বাংলা সিনেমার জনপ্রিয় খল নায়ক মিশা সওদাগর ও চিত্র নায়ক সাইমনকেও দেখা যায় মাঠে।
Misha20160306145438

মাহিয়া মাহি
এ সময়ের ম্যাজিক মামণি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকেও দেখা যায় দর্শক গ্যালারিতে। সঙ্গে দেখা যায় দেবাষীশ বিশ্বাসকেও।

Mahi20160306145443

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মত এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে আজ ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। বৃষ্টির বাগড়া দমাতে পারেনি বাঁধভাঙা উচ্ছ্বাস।



মন্তব্য চালু নেই