বাংলাদেশই জয়ী হবে: মাশরাফির বাবা
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে আলোচনা চলছে গোটা ক্রিকেট দুনিয়ায়। ব্যতিক্রম নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মস্থান নড়াইলের ক্রিকেটভক্তরা।
গত বুধবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েই এশিয়ার কাপের ফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এখন টাইগারদের স্বপ্ন, প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরার। তাই ফাইনালেও ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা প্রদর্শনে মুখিয়ে রয়েছে মাশরাফি বাহিনী।
গেল বছর থেকে ওয়ানডে ফরম্যাটে বেশ বদলে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের পাশাপাশি ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিজেদের বদলে যাবার প্রমাণ দেন টাইগাররা। তাই বাংলাদেশকে নিয়ে এশিয়ার কাপে স্বপ্ন দেখতে থাকেন ক্রিকেটনুরাগীরা।
২০১২ সালের এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে মাত্র ২ রানে ম্যাচ হেরে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারেননি টাইগাররা। আক্ষেপটা পাহাড়সম! সেই পরাজয়ের গ্লানিকে মুছে ফেলে জয়ের মুকুট মাথায় পরবেন নড়াইল এক্সপ্রেস মাশরাফির দল বলে মনে করছেন ক্রিকেট দলপতির গর্বিত বাবা গোলাম মুর্তজা স্বপন এবং মাতা হামিদা মুর্তজা বলাকা বেগমসহ নড়াইলবাসী। তাদের দৃঢ় বিশ্বাস, আজকের ফাইনাল খেলায় জয়ী হবে বাংলাদেশ।
মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন রোববার সকালে বলেন, ‘আজকের ফাইনাল খেলায় ভারতকে পরাজিত করে বাংলাদেশ জয়ী হবে আশা করছি। দেশের ১৬ কোটি মানুষ আমাদের ছেলেদের সাথে আছে। দেশবাসী বেশি বেশি তাদের জন্য দোয়া করবেন যেন আমরা জয়ী হতে পারি।’
নড়াইলের অধ্যাপক মলয় কান্তি নন্দী বলেন, ‘২০১২ সালে মাত্র ২ রানে বাংলাদেশ পরাজিত হয়েছিল। সেই আক্ষেপ ঘোঁচাবে আজকের খেলায়। ভারতেকে পরাজিত করে বাংলাদেশ জয়ী হবে।’
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘আজকের খেলায় ভারতকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে।’
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ‘মাশরাফি নড়াইলের গর্ব, বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বেই আজকের ফাইনাল খেলায় ভারতকে পরাজিত করে শিরোপা জিতবে বাংলোদেশ।’
মন্তব্য চালু নেই