আসছে তাহসানের নতুন গানের মিউজিক ভিডিও
খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে ইমরান এবং তাহসানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। এর আগেই নির্মাণ করা হচ্ছে অ্যালবামের টাইটেল ট্র্যাকের মিউজিক ভিডিও। ইমরানের সুর এবং সঙ্গীতপরিচালনায় তাহসানের গাওয়া এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন চন্দন চৌধুরী।
গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিউজিক ভিডিওতে আমার এবং ইমরানের অংশের শুটিং শেষ হয়েছে। আরও শুটিং বাকি আছে। যতটুকু জানি বাকি শুটিং সিলেটে ধারণ করা হবে। আশাকরছি গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালো লাগবে’।
মন্তব্য চালু নেই