প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন আমব্রিন
প্রথমবারের মতো কোনো গানের মিউজিক ভিডিওতে অভিনয় করলেন আমব্রিণ। তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী মিরাজের নতুন গানের ভিডিওচিত্র ‘ভালো তো লাগে না কিছুই’ গানের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। গানের কথা সুর করেছেন শিল্পী নিজেই। কম্পোজিশন করেছেন শামীম। ইতোমধ্যে গানটির চিত্র ধারনের কাজ শেষ হয়েছে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন চৈতি। মাওয়া, ঢাকার মনোরম লোকেশন গানটির চিত্র ধারন করা হয়েছে। গানটি মিরাজের সলো অ্যালবাম ‘ভালো তো লাগে না কিছুই’তে স্থান পাবে। ১০টি মেলাডি ও ফোক গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ৬টি গানের কম্পোজিশন শেষ হয়েছে। চলছে কন্ঠ দেওয়ার কাজ।
মন্তব্য চালু নেই