মন্দেরও আছে ভালো দিক
প্রত্যেক ভালো জিনিসের যেমন কিছু খারাপ দিক থাকে তেমনি খারাপ জিনিসেরও কিছু ভালো দিক থাকে। অ্যালকোহলের ব্যপারেও ঠিক তেমনি। আদতে অ্যালকোহলকে শরীরের জন্য ক্ষতিকর মনে করা হলেও এরও রয়েছে ভালো দিক।শারীরিক ভাবে নয় মানসিকভাবে চাঙ্গা করিয়ে এক চুমুক অ্যালকোহল পাল্টে দিয়েছে অনেকের জীবন। চলুন জেনে নেওয়া যাক ঘটনাগুলো।
১) জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের আবিস্কারক মার্ক জাকারবার্গ-এর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু জানেন কী জাকারবার্গের মাথায় কীভাবে এসেছিল ফেসবুকের ভাবনা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রুমমেটের সঙ্গে একদিন বিয়ার খাচ্ছিলেন জাকারবার্গ। আর তখনই তার মাথায় চলে আসে ফেসবুক-এর এ ভাবনা। যা দিয়ে কোটি কোটি ডলার আয় করছেন তিনি। মার্ক জাকারবার্গের মতে বিয়ারের মধ্যে এমন একটি মারাত্মক গুণ নিহিত রয়েছে যা মস্তিষ্কের মধ্যে নতুন-নতুন ভাবনার নিরন্তর জন্ম দেয়।
২) আপনারা হয়তো অনেকেই কলকাতা শহরের উবের ট্যাক্সির নাম শুনছেন। যারা সেখানে গিয়েছেন তারা চড়েছেনও। যার আবিস্কারক ট্র্যাভিস ক্যালানিক এবং গ্যারেট ক্যাম্প। কিন্তু কীভাবে এই উবের-ভাবনা তাদের মাথায় এল জানেন কি? এ বিষয়ে ট্র্যাভিস জানিয়েছেন, ‘প্যারিসে একদিন আমি আর গ্যারেট নানা রকম ভাবনা নিয়ে নাড়াচাড়া করছিলাম। মৃদু গান বাজছিল। আর আমরা মদ্যপান করতে-করতে সানফ্র্যান্সিসকো শহরের মারাত্মক ট্যাক্সি-সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। সেই শহরে ট্যাক্সি পেতে গেলে কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় সেটা নিয়েই আমাদের মধ্যে একটা তর্ক বেঁধে গেল। দুম করে মাথায় ক্লিক করে গেল উবের-কনসেপ্ট। সেই বছরই প্যারিস শহরে আমরা শুরু করলাম লিমো টাইমশেয়ার সার্ভিস। সেই শুরু। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা সবাই জানেন। এটা সেই সন্ধের মদ্যপানের কারণেই যে হয়েছে তাতে আমার কোনও সন্দেহ নেই।’
৩) ট্রাভেল এজেন্সি ‘ট্রিপাটো’র আবিস্কারক অনিরুদ্ধ গুপ্ত এবং নিকুঞ্জ জৈন এক সন্ধ্যায় বিয়ারে কয়েক চুমুক দিতে দিতে তাদের ধর্মীয় শিক্ষককে নিয়ে আলোচনা করছিলেন। কয়েক ঘণ্টা ধর্মীয় আলোচনার পর হঠাৎ তাদের মাথায় বাণিজ্যিক ভাবনা আসে। তখনই অনিরুদ্ধ ‘ট্রিপোটো’ নিয়ে ভাবনার কথা নিকুঞ্জকে বলে। বিয়ারের নেশায় মাথাটা ঝিম-ঝিম করলেও নিকুঞ্জ ঠিকই বুঝতে পারে অনিরুদ্ধর কথা। আর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় প্রস্তাবে। এ বিষয়ে অনিরুদ্ধ বলেছেন, ‘আমার কথা শুনে নিকুঞ্জ ইনভেস্ট করতে রাজি হয়ে গেল। একেই বলে বিয়ারের গুণ।`
যারা শুধু মনে করেন অ্যালকোহল পানে শুধু অপকারিতাই আছে তারা বিষয়গুলো একটু ভেবে দেখবেন।
মন্তব্য চালু নেই