সেই আগের রুপেই ফিরলেন জ্যাকুলিন মিথিলা
বাংলাদেশে জ্যাকুলিন মিথিলাকে নিয়ে সমালোচনা কম হয়নি অনলাইনের দুনিয়ায়। কিন্তু নিজেকে সানি লিওয়েনর সঙ্গে তুলনা করার দাবি তার আজও রয়েছে। আর দীর্ঘদিন পর ফেসবুকে এসে আবারও সানির নিজের খোলামেলা ছবি আপলোড করলেন তিনি। তবে এবার খোলামেলা ছবির সঙ্গে ক্যাপশনেও লিখেছেন খোলামেলা কথা। তিনি লিখেছেন, ‘অনেক দিন পর আবার তোমাদের মাঝে। কেমন ছবি দেখতে চাও ইনবক্সে দাও। কথা দিলাম কাওকে হতাশ করবো না।’ জ্যাকুলিন মিথিলা খোলামেলো ছবি দিয়েই সমালোচনা এসেছেন। কিন্তু ক্যাপশনে লেখা কথাগুলোর মানে জ্যাকুলিন মিথিলার ভক্তরাই ভালো বলতে পারবেন। সূত্রঃ প্রিয়.কম
মন্তব্য চালু নেই