ম্যাচ হারায় আফ্রিদিদের গায়েবি জানাজা (ভিডিও)
ক্ষোভে ফুসছে পাকিস্তান। এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের কাছে ম্যাচ হারায় পুরো পাকিস্তান জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। এই হারকে তারা বিভিন্নভাবে বিশেষায়িত করছেন। অনেকে তো আফ্রিদিদের গায়েবানা জনাজার কথা উল্লেখ করেছেন।
ম্যাচ পরবর্তী রিপোর্ট করতে গিয়ে পাকিস্তানি এক রিপোর্টারকে পড়তে হয়েছে অস্বস্তির মধ্যে। উত্তেজিত জনতা যে যার মত ধুয়ে দিচ্ছেন নিজ দেশের ক্রিকেটারদের, এমনকি পাকিস্তানের ক্রিকেটকে।
বাংলাদেশের ইনিংসের ১৯তম ওভারে সামির ২টি নো বল নিয়েও একজন কথা বলেছেন। কোচিং স্টাফদের ব্যঙ্গও করেছেন।
অনেকে আবার খুররম মানজুরকে দলে নেয়ায় প্রশ্নও তুলেছেন। তাদের মতে খুররমের চেয়ে বেটার অপশন ছিল আহমেদ শেহজাদ।
উত্তেজিত একজন দর্শক তো বলেই দিয়েছেন ‘এটি আইসিসির ইভেন্ট, এখানে পাড়ার গলির খেলা চলে না।’
একজন বয়স্ক দর্শক তো বলেই দিয়েছেন যে, আফ্রিদি ‘গো ব্যাক’ আবার তিনি পরামর্শও দিয়েছেন মিসবাহকে পরবর্তী ৫ বছরের জন্য পাকিস্তানের টি-২০র নেতৃত্ব দেয়ার জন্য।
দলের পারফরমেন্সে হতাশ একজন ওয়াকার ইউনুসের কোচিং নিয়েও আঙ্গুল তুলেছেন।
মন্তব্য চালু নেই