আফ্রিদি বাদ, সাব্বিরকে খুব ভালো লাগে : মৌসুমী হামিদ

বাংলাদেশের খেলা মানে মাঠে মৌসুমী হামিদ। টাইগার বাহিনীর প্রতিটি খেলা মাঠে বসে উপভোগ করেন লাক্স তারকা মৌসুমী।
গ্যালারিতে বসে যখন সাব্বির বা সৌম্য চার-ছয় মারে তখন গ্যালারিতে বসে সাধারণ দর্শকদের মতো চিৎকার করে ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে অনুপ্রেরণা দেন তিনি।
ছোটবেলা থেকেই বাবার সঙ্গে ক্রিকেট খেলা দেখেন, মিডিয়া তারকা কাপ ক্রিকেট খেলায়ও তিনি দুর্দান্ত খেলেছিলেন।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল নায়ক ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রশংসা করতে এতোটুকু কৃপণতা নেই তার।
তিনি বলেন, মাশরাফি ভাইয়ার মতো একজন অধিনায়ক থাকলে হারার আশংকা খুবই কম। তার মতো খেলোয়াড় বাংলাদেশে আরো দরকার।
তবে বর্তমান সময়ের সাব্বির রহমানের ভীষণ ভক্ত ‘ব্ল্যাক মানি’ অভিনেত্রী মৌসুমী। বলেন, একসময় আফ্রিদির ব্যাটিং’র কারণে তার ভীষণ ভক্ত ছিলাম কিন্তু এখন শুধুই সাব্বির রহমানের ভক্ত। সাব্বিরকে আমার খুব ভালো লাগে। -চ্যানেল আই
মন্তব্য চালু নেই