রাণীশংকৈল পৌরসভায় কম্পিটার দক্ষতা বৃদ্ধি ট্রেনিং উদ্বোধন

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মমিন কম্পিউটার ট্রেনিং সেন্টারে পৌরসভা জায়গার অর্থায়নে নবিদেব প্রকল্পের আওতায় পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের কম্পিউটার দক্ষতা বৃদ্ধির জন্য ২ মার্চ হতে ১৬ মার্চ পর্যন্ত ১৫ দিনের এক ট্রেনিং এর উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেয়রের প্রতিনিধি হিসেবে পৌর কাউন্সিলর সেফাউল আলম শেফা ও রুহুল আমিন।

ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ মোমিন। এ সময় রাণীশংকৈল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, পৌর সচিব সফিউল্লাহ সফি, নবিদের প্রকল্পের জি.আই.সি ডির টিম লিডার মোঃ আবু শরিফ প্রমুখ। এ সময় সচিব সফিউল্লাহ সফি প্রশিক্ষনার্থী কর্মকর্তা কর্মচারীদের উৎসব মুখোর পরিবেশে কম্পিউটারে সিলেবাস অনুসারে প্রশিক্ষণের জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে। দেশ ব্যাপী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে পৌরসভার ভুমিকাও যথাযথ থাকবে বলে মনে করেন – সচিব সফিউল্লাহ সফি।



মন্তব্য চালু নেই