রাজধানীতে চলছে ক্রিকেট প্রেমিদের আনন্দ মিছিল
সেলিম রেজা, ঢাকা : এশিয়া কাপ ২০১৬ এর ক্রিকেট ম্যাচে বাংলার টাইগার’রা দূর্দান্ত খেলেছে। প্রতিটা ম্যাচেই বাংলাদেশ দল এক হাড্ডা-হাড্ডি লড়াইয়ের ম্যাধ্যমে জয়কে ছিনিয়ে এনেছে। আর এ জয় যেন পুরো জাতির জন্য এক আনন্দের ঢেউ। চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই বাংলাদেশ তাদের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। আজকের ম্যাচে জয় ছিনিয়ে আনা ছিল বাংলার ক্রিকেট প্রেমিকদের জন্য বিশাল কিচু পাওয়া।
বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ বলে অন্যান্য দিনের তুলনায় আজকে রাজধানী ছিল টান টান উত্তেজনাময়। রাজধানীর ধানমন্ডির বিভিন্ন পয়েন্ট, কলাবাগান, রবীন্দ্র সরোবর, শাহাবাগ সহ বিভিন্ন স্থানে বসানো হয়েছিল প্রজেক্টর ও বড় বড় কালার মনিটর। যাতে করে সর্বশ্রেণীর মানুষদের জন্য খেলা দেখাটা সহজতর হয়। জয় যখন নিশ্চত হল ঠিক তখনি ক্রিকেট প্রেমিকরা তাদের আনন্দ মিছিল বের করে। রাজধানীর প্রায় জায়গাতেই চলছে এ আনন্দ মিছিল।
মন্তব্য চালু নেই