এক কোটিরও বেশি বায়োমেট্রিক ভেরিফিকেশন অর্জন করলো বাংলালিংক

বাংলালিংক অত্যান্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, ২০১৫ সালের ডিসেম্বরে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু করার পর থেকে এখন পর্যন্ত বায়োমেট্রিক ভেরিফিকেশন এক কোটিরও বেশি ছাড়িয়েছে, যা আমাদের গ্রাহক সংখ্যার প্রায় ৩৫%।

বাংলাদেশের মোবাইল শিল্পের জন্য এটি একটি বড় পদক্ষেপ। বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতি দেশের মোবাইল ব্যবহারকারীদের নির্ভরযোগ্য নিবন্ধন, যথাযথ জবাবদিহিতা এবং নিরাপত্তা বাড়াবে।

বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এরিক অস্ বলেন, “এটা সত্যি যে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নতুন, তবে আমরা এটিকে আমাদের নতুন গ্রাহক বৃদ্ধি এবং পুরাতন গ্রাহকদের ধরে রাখার সুযোগ হিসেবে বিবেচনা করছি। আমরা সেই সব গ্রাহকদের ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছায় প্রথম ধাপেই বায়োমেট্রিক ভেরিফিকেশন করেছেন।

বাংলালিংক ইতিমধ্যে বিপুল পরিমাণ কর্মী এবং সিম বিক্রেতাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রশিক্ষণ দিয়েছে। বাংলালিংকের হাজার হাজার প্রশিক্ষিত কর্মী এবং বিক্রেতারা বায়োমেট্রিক ভেরিফিকেশনের কাজ করে যাচ্ছেন। দ্রুত ভেরিফিকেশন শেষ করতে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমে অনেকগুলো ডিভাইসকে কাজে লাগানো হয়েছে।”



মন্তব্য চালু নেই