সম্পূর্ণ নগ্ন হতে উৎসাহী এই সুন্দরী
ছবির প্রয়োজনে সম্পূর্ণ নগ্ন হতে খুবই উৎসাহী হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ৪২ বছর বয়সী এ নায়িকা এখনও ধরে রেখেছেন শরীরের সৌষ্ঠব। আর অর্ধনগ্ন হওয়া তার কাছে ডালভাতের মতোই।
নগ্নতার জগতে তিনি নতুন নন। অনেক ছবিতেই তিনি বক্ষ ও মুক্ত নিতম্ব দেখিয়েছেন। তিনি নিজেই বলেছেন, দর্শকরাতো আমার নিতম্ব দেখেই। তাই ছবির প্রয়োজনে আমি দর্শকদের সব দেখাতে চাই, যদি তা সুন্দর লাগে।
সম্প্রতি একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছবির প্রয়োজনে আমি সবকিছু করতে রাজি আছি। তবে তা প্রাসঙ্গিক হতে হবে।
মন্তব্য চালু নেই