বিদেশিনীর প্রেমে মজেছেন হৃত্বিক

সুজানার সঙ্গে হৃত্বিকের ছাড়াছাড়ি হয়েছে বেশি দিন হয়নি। এর মধ্যেই একাকিত্ব অনুভব করতে শুরু করেছেন বলিউডের এই তারকা। ফলশ্রুতিতে মনে ধরলো এক বিদেশিনীকে। তাও আবার যে সে নয়, এ যে প্যারিস হিলটন।

সম্প্রতি দুবাই গিয়ে এক রেস্তোরাঁয় প্যারিস হিলটনের সঙ্গে পরিচয় ঘটে হৃত্বিকের। প্রথম দেখাতেই হৃত্বিককে মনে ধরে প্যারিস হিলটনের। এর পরপরই এক টুইট বার্তায় প্যারিস জানিয়েছিলেন, বলিউডে তিনি কোন দিন অভিনয় করলে হৃত্বিকের বিপরীতেই করবেন। এমন কি হৃত্বিকের মুখে ভারতের গল্প শুনতে শুনতে তিনি মুগ্ধ। তাই দ্বিতীয়বারের মতো ভারত সফরের জন্যে তিনি মুখিয়ে রয়েছে।

এদিকে বিভিন্ন সময় বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেযেছেন প্যারিস। কিন্তু তাতে কখনও সায় দেননি। তবে এবার হৃত্বিকের সাথে দেখা হবার পর বলিউডে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন।

অন্যদিকে হৃত্বিকের কাছের কয়েকজন জানান, হৃত্বিকও প্যারিস হিলটনের অপেক্ষা রয়েছেন। তবে কি বিদেশিনীর প্রেমে মজেছেন হৃতিক?

হৃত্বিক11



মন্তব্য চালু নেই