পুত্রের বাবা হলেন তামিম
টাইগার ওপেনার তামিম ইকবাল পুত্র সন্তানের বাবা হয়েছেন। রোববার সকালে ব্যাংককের একটি হাসপাতালে পৃথিবীতে আসে তামিমের পুত্র। মা ও পুত্র দু`জনই সুস্থ আছেন বলে নিজের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম।
এর আগে সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে দেশের মাটিতে এশিয়া কাপ না খেলে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল।
স্কুল জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছরের লম্বা সময় ধরে চলেছে প্রেম পর্ব। ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি।
মন্তব্য চালু নেই