আবারও অস্ট্রেলিয়া যাচ্ছেন পড়শী

বাংলাদেশের আলোচিত সংগীতশিল্পী সাবরিনা পড়শী আবারও অস্ট্রেলিয়া যাচ্ছেন। আগামী ২ মার্চ থেকে অস্ট্রেলিয়ার দুটি শহরে চারটি কনসার্টে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন।

জানা গেছে, পড়শী ও তার ব্যান্ড বর্ণমালা সর্বমোট চারটি কনসার্টে সংগীত পরিবেশন করবেন। এরমধ্যে সিডনিতে ৩টি ও মেলবোর্নে ১টি কনসার্ট হবে। এ কনসার্ট শেষে তিনি ৮ মার্চ ঢাকায় ফিরে আসবেন।

পড়শীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে পড়শী চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে ঢাকােই ফিরেই ১২ মার্চ থেকে আবার ব্যস্ত হয়ে পড়বেন পড়শী।



মন্তব্য চালু নেই