সহজেই ফুটিয়ে তুলুন নিজের রূপ
মানুষ সুন্দরকে পছন্দ করে। তাই নিজেকে ফুটিয়ে তুলতে অনেক পন্থা অবলম্বন করে। এ বিষয়ে আজ আমরা কিছু সহজ কৌশল জানবো। যাতে অনায়াসে নিজেকে আকর্ষণীয় করে তুলা যায়।
১) লিপস্টিক সারাদিন স্থায়ী রাখতে তা লাগানোর পর ঠোঁটের উপর একটি টিস্যু ধরে তার উপর একটি ব্রাশের সাহায্যে ট্রান্সলুসেন্ট পাউডার বুলিয়ে নিন। এতে লিপস্টিক ম্যাট থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে।
২) লাল লিপস্টিক দিলেও ঠোঁট দেখতে পাতলা লাগতে পারে। এজন্য ঠোঁটের ঠিক মাঝামাঝি রূপালি বা নীল আইশ্যাডোর গুঁড়া বুলিয়ে নিতে পারেন। ঠোঁটের মধ্যে এই রংয়ের আইশ্যাডো দিলে তা আলো প্রতিফলিত করবে আর এতে ঠোঁট দেখতে ফোলা লাগবে।
৩) আইশ্যাডো দেয়ার আগে চোখের পাতায় প্রাইমার লাগিয়ে এরপর পুরো পাতায় সাদা কাজল দিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিতে হবে। এর উপর আইশ্যাডো লাগালে তা দীর্ঘক্ষণ থাকবে।
৪) প্রথম কোট মাস্কারা লাগানোর পর তা শুকিয়ে গেলে চোখের পাপড়িতে বেবি পাউডার ছড়িয়ে নিতে হবে। এরপর দ্বিতীয় কোট মাস্কারা লাগাতে হবে। এতে চোখের পাপড়ি ঘন দেখাবে।
মন্তব্য চালু নেই