প্রেম করছেন ফারহান-কালকি?

বলিউডে জোর কানাঘুষা, বেশ কিছুদিন ধরে এক সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ফারহান আখতার। গুঞ্জনকারীদের দাবী, এই প্রেমে মজেই স্ত্রী অধুনার সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন ‘ভাগ মিলখা ভাগ’ ছবির তারকা।

শুরুতে গুঞ্জন উঠে, ফারহান অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেম করছেন। ‘ওয়াজির’ ছবির সূত্রে তারা কাছে আসেন। এরপর ফারহানের প্রেমিকা হিসেবে উঠে আসে শ্রদ্ধা কাপুরের নাম। এবার শোনা যাচ্ছে, অদিতি রাও হায়দারি বা শ্রদ্ধা কাপুর নন; অভিনেত্রী কালকি কোয়েচলিনের সঙ্গে প্রেম করছেন ফারহান।

ফারহান এবং কালকি ২০১১ সালে একসঙ্গে ‘জিন্দগি না মিলেগি দোবারা’ ছবিতে অভিনয় করেন। সেই থেকেই দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। গুঞ্জন উঠেছে, ফারহান-কালকি গত ১০ মাস ধরেই প্রেম করছেন। এমনকি, খুব শিগগিরই ‘লিভ ইন’ও শুরু করবেন তারা।

কালকির ২০১১ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে হয়। কিন্তু ২০১৫ সালের নভেম্বরে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাদের।



মন্তব্য চালু নেই