২ সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা
মানিকগঞ্জ : জেলার সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের বেপারিপাড়া গ্রামে তার তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (২৫) ওই গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে রহিমার মেয়ে মেঘলা (৮) ও ছেলে আকাশ (৫)। তারা দুজনেই হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, রাতে রহিমা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। এর আগে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে রহিম স্ত্রীকে মারধর করেন। রাত ৯টার দিকে দুই সন্তানকে বিষ খাইয়ে তিনি নিজেও বিষপান করেন। বিষয়টি পরিবারের অন্যরা জানতে পেরে রহিমা ও তার সন্তানদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রহিমার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই