থাইল্যান্ড থেকে সতীর্থদের যে বার্তা দিলো তামিম
প্রথম ম্যাচে দলের ষোল কলাপূর্ণ। তামিম ইকবাল সব কিছুই পরখ করেছেন। দূর দেশ থেকে জাতীয় দলকে বার্তা পাঠিয়েছেন তামিম ইকবাল।
থাইল্যান্ডে থাকা তামিম ইকবাল ভারত ও বাংলাদেশের ম্যাচ দেখেছেন। দলের ক্রিকেটারদের জন্য বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
তামিম ইকবাল তার ফেসবুকে লিখেছেন, আমি এখন কোথায় আছি এটা কোন ব্যাপার না। আমি আমার দলকে সব সময় সমর্থন দিয়ে যাবো। এগিয়ে যাও ছেলেরা!
প্রসঙ্গত, দলের সাথে নেই তামিম। সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দেয়ার জন্য থাইল্যান্ডে রয়েছেন তিনি। দলের ব্যর্থতা ছুঁয়ে গেছে তাকে।
মন্তব্য চালু নেই