ভারতের দুই চ্যানেলে পড়শীর গান
ভারতীয় চ্যানেল ইউটিভি ও জি-মিউজিকে প্রচার হচ্ছে পড়শীর গান ‘মার যায়ে’ [মরে যাব]।
বলিউডের নতুন ছবি ‘লাভশুদা’র জন্য গানটি বাংলায় গেয়েছেন তিনি। গানটিই এখন ছবির প্রচারণার জন্য ব্যবহার করছে এর পরিবেশক টিপস মিউজিক। দেশের প্রথম গায়িকা হিসেবে ভারতের খ্যাতনামা এ পরিবেশক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন পড়শী।
তিনি বলেন, ‘ছবির বাইরেও গানটির নতুন করে ভিডিও তৈরি করা হয়েছিল। প্রচারণার কাজে এ গানটিই ব্যবহার করা হচ্ছে।’ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাজ ইসলাম। সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমি।
মন্তব্য চালু নেই