সানি লিওনের ‘১১ মিনিট’ (ভিডিও)

পর্নো তারকা হওয়ায় বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে বলিউড সেনসেশন সানি লিওনকে। তবে বলিউডে নিজের জায়গাটা ভালোভাবেই তৈরি করতে সক্ষম হয়েছেন এ অভিনেত্রী। এমনকি তিনি একা বক্স অফিসে সিনেমা হিট করতেও সক্ষম।

এতকিছুর পরেও নানা রকম জনকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সানি লিওন। কয়েকটি দাতব্য সংস্থার সঙ্গেও জড়িত তিনি। সম্প্রতি এ অভিনেত্রী ‘ধূমপান বিরোধী’ প্রচারণায় অংশ নিয়েছেন। এরই অংশ হিসেবে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন সানি। বলিউডের প্রবীণ অভিনেতা অলোক নাথ এবং দীপক দব্রিয়ালের সঙ্গে অভিনীত তার শর্ট ফিল্মটির নাম ‘১১ মিনিট’।

শর্ট ফিল্মে দেখা গেছে, ক্যানসার আক্রান্ত মৃত্যু পথযাত্রী দীপক দব্রিয়ালের শেষ ইচ্ছা তিনি এক হরিনাভি যুবতীর সঙ্গে দেখা করবেন। আর সেই যুবতী হিসেবে হাজির হন সানি লিওন। এরই মধ্যে দর্শকের কাছে ভালো সাড়া ফেলেছে শর্ট ফিল্মটি। শর্ট ফিল্মটিতে সবার অভিনয় এবং সেখানে যে গানটি ব্যবহার করা হয়েছে সেটির প্রশংসা করেছেন সবাই।

এখানে দেখুন সানি লিওনের ‘১১ মিনিট’ শর্টফিল্মটি



মন্তব্য চালু নেই