শহীদ মিনারে জুতা পায়ে ছবি তুলে ফেসবুকে দিলেন মাদ্রাসা শিক্ষক
একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে দেশ-বিদেশের প্রতিটি শহীদ মিনার। রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারেও দেখা গেছে একই চিত্র। অগণিত মানুষ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে বিকেলে শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অবমাননা করলো এক শিক্ষক।
হারুনুর রশীদ জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ওপরে ছবি তুলেন ওই শিক্ষক। সেই ছবি তিনি পোস্ট করেন তার নিজ ফেসবুক একাউন্টে।
এই জঘন্য কাজটি করেছেন রাঙামাটি সিনিয়র মাদরাসার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মো. হারুনুর রশীদ। ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টা ২১মিনিটে এই ছবিটি তিনি আপলোড করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।
এই বিষয়ে জানতে মুক্তিযুদ্ধের সংগঠক রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘একজন শিক্ষক এই অপকর্মটি করে তা আবার ফেসবুকে আপলোড করে প্রচার করেছেন। এটা একটি বড় অপরাধ। প্রশাসন এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ থাকবে তিনি যদি সত্যিই ঘটনাটি করে থাকেন তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হওয়া উচিত।’
২৩ ফেব্রুয়ারি রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ছবির নিচে ৪৯টি লাইক ও ৬টি মন্তব্য দেখা গেছে।
মন্তব্য চালু নেই