পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে আরো এক ধাপ অগ্রগতি
‘ডিজিটাল হলো দর্শনা স্থলবন্দর’
শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে গেল চুয়াডাঙ্গার দর্শনা বন্দর। দর্শনা স্থল বন্দরে আমদানি-রপ্তানির সকল পদ্ধতি ডিজিটাল সুবিধার আওতায় আনা হলো। দর্শনা স্থলবন্দর শুল্ক স্টেশনে চালু করা হলো এ্যাসাইকুডা ওয়ার্ল্ড। মঙ্গলবার দুপুরে দর্শনা কাস্টমস হাউজে এ পদ্ধতির উদ্বোধন করেন বাংলাদেশ কাস্টমস এর যুগ্ম কমিশনার অরুন কুমার বিশ্বাস।
এর ফলে দেশের যে কোন বন্দর থেকে মুহুর্তেই দর্শনা বন্দরের আমদানি-রপ্তানিকৃত সকল পণ্যের এসএম কোর্ড ও মুল্য নির্ধারন সুবিধা পাবেন ব্যবসায়ীরা। এতে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানির সুবিধা আরো তরান্বিত হবে।
মঙ্গলবার দিনব্যাপি এ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতির উপর কাস্টমস কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
দর্শনা স্থলবন্দর শুল্ক স্টেশনে এ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতি উদ্বোধন শেষে যুগ্ম কমিশনার অরুন কুমার বিশ্বাস দর্শনাতে পুর্নাঙ্গ স্থলবন্দর স্থাপনের সকল অবকাঠামো পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)’র সিস্টেম এ্যানালাইসিস মোঃ জাহিদুর রহমান, দর্শনা কাস্টমস শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আবুল ইসলাম, দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনের তত্বাবধায়ক মীর লিয়াকত আলী, রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল চৌধুরী, ফিরোজ আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা লিয়াকত হোসেন, সেলিম উল্লাহ ও মনি শংকর বাবু, দর্শনা বন্দরের সি এ্যান্ড এফ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, আবুল কালাম ও খন্দকার শওকত আলী প্রমুখ।
মন্তব্য চালু নেই