শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার ১০ম শ্রেণীর ছাত্রী (ভিডিও)
ব্যবসার জন্য ঢাকা আসেন কুমিল্লার লাল মিয়া (ছদ্মনাম)। ব্যবসা শুরু করার পর তা ভালোই চলছিল। তাই লাল মিয়া ও তার স্ত্রী স্বপ্ন দেখেন তার ছেলে-মেয়েদের লেখাপড়া শেখাবেন।
এ জন্য লাল মিয়া তার পরিবারের সবাইকে নিয়ে ঢাকার মিরপুরে একটি বাসা ভাড়া নেন। আর বড় মেয়েকে অষ্টম শ্রেণীতে ভর্তি করান মিরপুরের কালসীর একটি স্কুলে। সেখানে মেয়ের লেখাপড়া ভালোই চলছিল।

তবে মেয়েটি যখন ১০ম শ্রেণীতে উঠে তখনই ওই স্কুলের এক প্রভাবশালী স্যারের কু-নজর পড়ে। নানান কৌশলে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরী করতে চায় শিক্ষক নামে ওই নরপশু। এতে ওই শিক্ষার্থী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই মেয়েটির উপর জোর করে ঝাপিয়ে পড়ে ওই শিক্ষক।এরপর পরীক্ষায় ফেল করিয়ে দেয়াসহ নানানভাবে হুমকি দেয়া হয় ওই ছাত্রীকে।
অসহায় মেয়েটি ওই শিক্ষকের হাত থেকে বাঁচতে থানায় মামলা করেন। পরে মামলা তুলে নেয়ার জন্য প্রানে মেরে ফেলাও হুমকি দেয়া হয় ওই ছাত্রীর পরিবারকে। ওই শিক্ষক প্রভাবশালী হওয়ায় তার পক্ষেই এখন কথা বলছেন সবাই।
https://youtu.be/KpEdMkJxe9Y





























মন্তব্য চালু নেই