ফের সাহসী বচ্চন নাতনি নভ্যা
ফের নিজের সাহসী ছবি পোস্ট করলেন নভ্যা নভেলি নন্দা। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যার পোস্ট করা এটি দ্বিতীয় খোলামেলা ছবি। দিন কয়েক আগেই তাঁরা পোস্ট করা একটি খোলামেলা ছবি সাড়া ফেলেছিল সোশাল মিডিয়ায়। সেবার তিনি নিজের বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে এবারও তাঁকে ছোটো পোশাকেই দেখা গেছে। হাতে গ্লাস নিয়ে বন্ধুদের সঙ্গে মস্তির দৃশ্যও ধরে পড়েছে ক্যামেরায়। এর আগেও বন্ধুদের সঙ্গে পার্টির ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যদিও এই ছবিগুলি সেই পার্টির ছবিই কি না তা এখনও অজানাই থেকে গেছে।
মন্তব্য চালু নেই