এক কুকুরের মৃত্যুতে পাঁচ পুলিশ সাসপেন্ড!

এক পুলিশ কুকুরের মৃত্যুতে সাসপেন্ড হল পাঁচ মানুষ পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহার রাজ্যের রোহতাস জেলায়। সেখানে ‘গুলাবো’ নামের কর্তব্যরত এক পুলিশ কুকুরের মৃত্যু হল ট্রাকের ধাক্কায়। এতে মানুষ পুলিশের গাফিলতি ছিল মনে করেই সাসপেন্ড করা হল তাদের। খবর জিনিউজের।

‘গুলাবো’ সাব ইন্সপেক্টার ছিল পুলিশ ডগ স্কোয়াডের। সঙ্গত কারণে গুলাবোর মৃত্যুতে তার চার হ্যান্ডলার ও এক সাব ইন্সপেক্টারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়। ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে সোমবার ওই ৫জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়।

সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, উত্তরপ্রদেশের মীরাট থেকে নিয়ে আসা হয়েছিল গুলাবোকে। বিহার রাজ্য পুলিশের নিয়ে আসা ৪৫টি কুকুরের মধ্যে গুলাবো ছিল অন্যতম ট্যালেন্টেড। ফলে গুলাবোর মৃত্যু প্রশাসনকে অনেকটাই নাড়া দিয়েছে।



মন্তব্য চালু নেই