ফাঁস হয়ে গেল আলিয়া-শাহরুখের সেই গোপন ছবি
শেষ রক্ষা হল না। শট-ড্রেস পিঠে ব্যাগ অন্য দিকে বুক খোলা শার্টে আর কোর্ট হাতে সামনে এলও শাহরুখ-আলিয়ার প্রথম শুটিংয়ের ছবি। সাইবার দুনিয়ায় যা রীতিমতো ভাইরাল।
গৌরী শিন্ডের ক্যামেরায় ধরা পড়তে চলেছে বিষম বয়সী এক প্রেমের কাহিনি। তবে মাখও মাখও নয়, গল্প বয়সে বড় এক ব্যক্তির প্রেমে পড়বে একটি মেয়ে এবং এই সম্পর্কের মাধ্যমে সে বুঝবে জীবনের আসল মাইনে। এই ছবিতেই একসঙ্গে জুটি বাঁধতে চলেছে শাহরুখ-আলিয়া।
তবে এই সিনেমা নিয়ে প্রথম থেকেই একটু আলো ছায়ার তৈরি করেছেন পরিচালক। শুটিং থেকে দূরে রেখেছেন সাংবাদিকদের। কিন্তু শেষমেশ ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে পড়ল। ফটোগ্রাফারের ক্যামেরায় বন্দি হল শিন্ডের ছবির একটি দৃশ্য।
ছবিটি দেখে বোঝা যাচ্ছে, শুটিং চলছে জেটির ওপরে। শাহরুখ মেকআপ নিচ্ছেন আর তাই উৎসাহ নিয়ে দেখছেন আলিয়া। ছবির দৃশ্যটি শুট হচ্ছে গোয়ায়।
মন্তব্য চালু নেই