ধোনির ইনজুরিতে ভাগ্য খুলল পার্থিব প্যাটেলের
অনুশীলনে চোট পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরই মধ্যে এশিয়া কাপের স্কোয়াডে অধিনায়কের বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে যোগ দেবেন ৩০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল।
জানা যায়, সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় দলের অনুশীলন চলাকালে পিঠের ইনজুরিতে আক্রান্ত হন ধোনি। তবে ইনজুরির অবস্থা গুরুতর কিনা তা নিশ্চিত না করলেও এক বিবৃতিতে ধোনির বিকল্প খেলোয়াড়ের নাম নিশ্চিত করেছে বিসিসিআই। ভারতের জার্সি গায়ে পার্থিব সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১২ সালের ফেব্রুয়ারিতে। ক্যারিয়ারে এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দু’টি। দু’টিই ২০১১ সালে।
তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে দীর্ঘদিন পর দলে ডাক পেলেন পার্থিব প্যাটেল। বিজয় হাজারি ট্রফিতে চ্যাম্পিয়ন গুজরাটের হয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান (২৯৫) সংগ্রহ করেন। এছাড়াও, গত মাসে ডিওধার ট্রফির ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এ বাঁহাতি ওপেনার।
মন্তব্য চালু নেই