ভারী মুখকে রোগা দেখাতে যে হেয়ারকাট ও স্টাইল

ছোটবেলার মিষ্টি চেহারাটি যেন হারিয়ে যায় বড় হলেই! এখন একটু স্বাস্থ্য বেড়েছে, তাতেই মুখ ফুলে গিয়েছে। তাই বলে তো ফ্যাশনে পিছিয়ে থাকলে চলবে না। জানেন কি, হেয়ারকাট ও বিভিন্ন স্টাইলের মধ্য দিয়েও নিজেকে রোগা দেখানো যায়। অবাক হলেন কি? জেনে নিন, ভারী মুখকে রোগা দেখাতে যে হেয়ারকাটের স্টাইল নেবেন।

– চুল যদি খুব ঘন ও লম্বা হয়, তবে লেয়ার কাট করুন। এই ধরনের হেয়ার কাট মুখের ফোলা ভাব ঢেকে দেয়।

– ফিরে যান সত্তরের দশকে। তখনকার সময়ের অভিনেত্রীরা ঠিক কিভাবে চুল বাঁধতেন, মনে পড়ে? সব চুলগুলো একসঙ্গে নিয়ে মাথার উপর একটা খোঁপা করে নিতেন। আপনিও করে নিন, এতে পার্সোনালিটি ধরা পড়ে।

– যারা লম্বা চুল পছন্দ করেন না, তাঁরা বব কাট করে নিতে পারেন। কান ঘেঁষা নয়, চিবুক পর্যন্ত বব কাট হেয়ার স্টাইল আজকালের ফ্যাশনে রয়েছে।

– বেণি করতে জানেন? তবে একদিকে করে নানা স্টাইলের বেণি করতে পারেন। এতে বেশ এলিগ্যান্ট লাগবে দেখতে।

– সামনের দিকে চোখ পর্যন্ত চুলটা কেটে নিন। তারপর সিঁথি করে সামনের লক সাইডের করে রাখুন। লম্বায় চুলটি ঘাড় পর্যন্ত কাটতে পারেন। মুখের ফোলাভাব ঢাকতে এই ধরনের হেয়ার স্টাইল বেশ মানাবে।



মন্তব্য চালু নেই