পাকিস্তানে হেনস্থার শিকার শর্মিলা ঠাকুর
পাকিস্তানে সাহিত্য উৎসবে আমন্ত্রিত হয়েও ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত যাওয়াই হয়নি অভিনেতা অনুপম খেরের। আর সেই উৎসবে অংশ নিয়ে পাকিস্তানের মাটিতে হেনস্তা হতে হলো বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে।
লাহোর সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন শর্মিলা, উৎসবের উদ্বোধনও করেছেন তিনি। কিন্তু দেশে ফেরার সময় বেঁধেছে বিপত্তি।
আনন্দবাজার পত্রিকা বলছে, দেশে ফেরার সময় ওয়াঘা সীমান্তের অভিবাসন দফতরে ঝামেলায় পড়তে হয় শর্মিলাকে। তাকে শুনতে হয়েছে, তিনি যে লাহোরে ছিলেন তার পুলিশ প্রতিবেদন না থাকায় তিনি দেশে ফিরতে পারবেন না।
ওয়াঘা সীমান্তে যাওয়ার আগ পর্যন্ত চার দিনের পাক সফরে ভালোই সময় কেটেছে শর্মিলার। সসম্মানে সাহিত্য উৎসবে যোগ দেয়ার পর তাকে নিজ বাসভবনে দাওয়াত করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিন্তু ফেরার পথে ভারত-পাকিস্তান সীমান্তে তার পুরো সফরের আনন্দ মাটি হয়ে যায়।
মন্তব্য চালু নেই