সৃজনশীল পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ আসন্ন এসএসসি পরীক্ষায় কমপক্ষে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,আসন্ন ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় কমপক্ষে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখার যে নির্দেশনা জারী করা হয়েছে তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য । কারণ নির্ধারিত ৩ ঘন্টা সময়ের মধ্যে এক নাগারে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কোন ক্রমে সম্ভব নয়। এটি বহাল থাকলে শিক্ষার্থী পরীক্ষার ফলাফলে ক্ষতিগ্রস্থ হবে । শিক্ষার্থীরা এটিকে অতিরিক্ত বোঝা ভেবে তা অবিলম্বে তা বাতিলের দাবি জানায়।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে স্বারক লিপি দেয়।
মন্তব্য চালু নেই