ক্রিকেটারদের জন্য নতুন বেতন স্কেল

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যেখানে খেলোয়াড়দের ৭টি ভিন্ন ক্যাটাগোরিতে বিভক্ত করা হয়েছে। সাতটি ক্যাটাগোরিতে সর্বোচ্চ বেতন হবে ৩০ লাখ টাকা। আর সর্বনিম্ন হবে ৩ লাখ ৫০ হাজার টাকা।

অবশ্য নতুন এই বেতন কাঠামো নিয়ে অনেক ক্রিকেটারই সন্তুষ্ট নন।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘সম্ভবত আমি ‘এ’ ক্যাটাগোরিতে থাকব। তবে আমি আমাকে নিয়ে ভাবছি না। অন্য ক্রিকেটারদের কী হবে? আসলে প্রিমিয়ার লিগ আমাদের আয়ের প্রধান উৎস। সেক্ষেত্রে একজন খেলোয়াড় যদি সাড়ে তিন লাখ টাকা পায় তাহলে সেই টাকা দিয়ে সে একটি পরিবার কিভাবে চালাবে? আমি বিসিবিকে অনুরোধ করব বেতন কাঠামোর বিষয়টি পুনরায় বিবেচনা করতে। তা না হলে তরুণরা ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে আগ্রহ হারাবে।’

নিম্নে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন বেতন কাঠামোর ক্যাটাগোরি ও বেতন তুলে ধরা হল :

ক্যাটাগোরি        টাকার পরিমাণ
এ+                   ৩০ লাখ
এ                    ২৫ লাখ
বি+                 ২০ লাখ
বি                   ১৫ লাখ
সি                   ৮ লাখ
ডি              ৪ লাখ ৫০ হাজার
ই              ৩ লাখ ৫০ হাজার।

প্লেয়ার-বাই-চয়েজ এর ভিত্তিতে বিভিন্ন দল ক্রিকেটারদের দলে ভেড়াবে। একই নিয়ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলে অনুসরণ করা হয়েছিল।



মন্তব্য চালু নেই