বিএনপির কেন্দ্রীয় নেতা বহিষ্কার
আর কয়েকদিন পরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় কাউন্সিল। আর সে উপলক্ষে চলছে প্রস্তুতি। এর মধ্যেই দল থেকে বহিষ্কার করা হলো কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য অ্যাডভোকেট হোসেন আলী খান হাসানকে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
অ্যাডভোকেট হোসেন আলী খান হাসানের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে যোগাযোগ না করতে নির্দেশও প্রদান করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। এমনকি দলের যেকোনো পর্যায়ের নেতাকর্মী তার সঙ্গে যোগাযোগ করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
মন্তব্য চালু নেই